Notice about Indoor Games Competition-2022 and Cultural Program

এতদ্বারা ফজিলাতুন্নেছা মুজিব হলে সংযুক্ত সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র হলের ছাত্রীদের জন্য ইনডোর গেমস প্রতিযোগীতা-২০২২ আগামী ১৭/১০/২০২২ খ্রি. তারিখে আরম্ভ হবে।  প্রতিযোগীতায় নিম্নোক্ত ৭ টি খেলার ইভেন্ট থাকবেঃ

১. লুডো (সাপ)               ২. লুডো (একক)             ৩. লুডো (দ্বৈত)              ৪. বাগাডুলি

৫. ক্যারাম (একক)          ৬. ক্যারাম (দ্বৈত)            ৭. কার্ড (কল ব্রিজ)

সেই সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে যার তারিখ পরবর্তীতে জানানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নিম্নোক্ত ৩ টি ইভেন্ট থাকবেঃ

            ১. উপস্থিত বক্তৃতা           ২. নাচ                          ৩. কবিতা আবৃতি

উক্ত ইনডোর গেমস প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ সংক্রান্ত সাধারন তথ্যাবলীঃ

১. হল সুপার মহোদয় এবং সহকারী হল সুপারগণ উক্ত আয়োজনগুলোর সার্বিক তত্ত্বাবধান করবেন।

২. প্রতিটি খেলা পরিচালনার জন্য ছাত্রীদের সমন্বয়ে একটি করে ৩ সদস্যের কমিটি থাকবে।

৩. খেলা সংক্রান্ত যেকোন বিষয়ে খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

৪. একজন প্রতিযোগী ইনডোর গেমস-এ সর্বোচ্চ ৩ টি খেলায় অংশগ্রহণ করতে পারবে।

৫. একজন প্রতিযোগী সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বোচ্চ ১ টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।

৬. প্রত্যেক প্রতিযোগীকে নির্ধারিত সময়ে হলে উপস্থিত থেকে খেলায়/ইভেন্টে অংশ নিতে হবে।

৭. খেলাধুলার বিস্তারিত নিয়ম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত অন্যান্য তথ্য পরবর্তীতে নোটিশ বোর্ড এবং হল ওয়েবসাইট www.hstufmh.com – এ জানিয়ে দেয়া হবে।

উক্ত ইনডোর গেমস প্রতিযোগীতা-২০২২ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী ছাত্রীদেরকে আগামী ১৬/১০/২০২২ খ্রি. তারিখের মধ্যে হল অফিসে রাখা রেজিস্টার খাতায় নিজ নিজ নাম ও অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হলো। নির্ধারিত সময়ের পর কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না।