এতদ্বারা অত্র হলের ২০১৯ শিক্ষাবর্ষের (নিয়মিত এবং অন্যান্য শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষাবর্ষের সাথে নিয়মিত হওয়া) আবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হলের কিছুসংখ্যক রুমে সিট ফাঁকা হওয়ায় রুম পরিবর্তনে আগ্রহী ছাত্রীদের নিকট থেকে নিম্নোক্ত শর্তসাপেক্ষে রুম পরিবর্তনের আবেদন আহবান করা হচ্ছে।
শুধুমাত্র নির্ধারিত গুগল ফরমে আবেদন করা যাবে।
হলের ওয়েবসাইট ও নোটিসবোর্ডে আবেদন লিংক পাওয়া যাবে
মেধা ও নিয়মানুবর্তিতার উপর ভিত্তি করে বরাদ্দ দেয়া হবে
যারা ইতিপূর্বে লিখিতভাবে আবেদন করেছে কিন্তু বরাদ্দ পায় নাই, তারাও নতুন করে গুগল ফরমে আবেদন করবে।
আবেদনে কোন ভুল তথ্য প্রদান করলে আবেদনটি বাতিল বলে গন্য হবে
আবেদনের শেষ তারিখ ০৭/১২/২০২৩ সকাল ১১ঃ০০ টা।
রুম পরিবর্তন করার আবেদনের লিংকঃ
https://forms.gle/AqPvpjFAgmeZrHQ5A
এমতাবস্থায় রুম পরিবর্তনে আগ্রহী ছাত্রীদেরকে নির্ধাতির সময়ের পূর্বেই আবেদন করার জন্য বলা হলো।